বাংলাদেশ সীমান্তের কাছে কৌশলগতভাবে শিলিগুড়ি করিডোর এলাকায় তিনটি নতুন সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত। আসামের বামুনি, বিহারের কৃষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় ঘাঁটিগুলো নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সামরিক সূত্র ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি চোপড়া ঘাঁটি পরিদর্শন করে দ্রুত সময়ে ঘাঁটি স্থাপনের জন্য সেনাদের প্রশংসা করেন এবং উচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন।
ভারতীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, সীমান্ত অঞ্চলে নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়াতে এসব ঘাঁটি তৈরি করা হয়েছে। ‘চিকেন নেক’ নামে পরিচিত এই করিডর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের (সেভেন সিস্টার্স) সঙ্গে সংযুক্ত করে, যা দেশটির অন্যতম স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল শাহির শামসেদ মির্জার ঢাকা সফর এবং বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার পর ভারত এই করিডর এলাকায় নিরাপত্তা জোরদার করলো।
এসএইচ//