আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং তার স্ত্রী কিম কেওন হির বাড়িতে ব্যাপক অভিযান চালিয়েছে তদন্তকারীরা। ২০২২ সালে প্রেসিডেন্টের অফিস এবং বাসভবন স্থানান্তর নিয়ে 'পক্ষপাতিত্বের অভিযোগ' তদন্তের জন্য এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, স্পেশাল কাউন্সেল মিন জুং-কি'র নেতৃত্বে সরকারি আইনজীবীদের একটি বিশেষ দল এই অভিযান চালায়।

এ সময় দক্ষিণ সিউলে ইউনের বাড়ি, স্ত্রী কিমের সাবেক কোম্পানি কোভানা কন্টেন্টস, প্রেসিডেন্টের অফিস ও বাসভবন সংস্কার সংশ্লিষ্ট একটি কোম্পানিসহ সাতটি স্থানে তল্লাশি চালানো হয়।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #দক্ষিণ কোরিয়া #প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল #কিম কেওন হি