মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এই ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তিনি সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাচ্ছিলেন এবং ছবি তুলছিলেন। তখন পেছন থেকে এক ব্যক্তি তার কাঁধে এক হাত রাখেন। অন্য হাত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে শেনবাউমের ঘাড়ে চুমু দেওয়ার চেষ্টা করেন।
এসএইচ//