আন্তর্জাতিক

গণহারে বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা বাতিল করতে চায় কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

জালিয়াতির অভিযোগে কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। তাদের অভিযোগ, বাংলাদেশ ও ভারত থেকে পাঠানো ভিসা আবেদনে জালিয়াতি হচ্ছে।

গেল সোমবার (৩ নভেম্বর) কানাডার গণমাধ্যম সিবিসি নিউজ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির কর্মকর্তারা মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছেন।

গ্রুপ ভ্রমণ ভিসার জাল আবেদনগুলো চিহ্নিত করে বাতিল করবে। সেলক্ষ্যে তাদের ক্ষমতা বাড়াতে চায় তারা। এই প্রক্রিয়ায় ভারত ও বাংলাদেশকেনির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশহিসেবে উল্লেখ করা হয়েছে।  

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জালিয়াতির #বাংলাদেশ #ভারত #কানাডার #ভিসা