আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লুইসভিলে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ

মঙ্গলবার (৪ নভেম্বর) দেশটির ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ (এফএএ) জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

ইউপিএস ফ্লাইট ২৯৭৬ নামের এমডি-১১ মডেলের বিমানটি হোনোলুলুর উদ্দেশে যাচ্ছিল। বিমানটির কার্গোতে ৩৮ হাজার গ্যালন জ্বালানি ছিল। বিধ্বস্তের পরই বিমানটিতে আগুন ধরে যায় ও আশপাশের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। ওই মুহূর্তে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্বন্ধে এখনো কিছু জানা যায় নি।

দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা সংস্থা এনটিএসবি ও এফএএ যৌথভাবে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ জন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, ম্যাকডোনেল ডগলাস এমডি–১১ মডেলের এই আকাশযানটি ৩৪ বছরের পুরোনো। ১৯৯১ সালে থাই এয়ারওয়েজের হয়ে এটির প্রথম ব্যবহার শুরু হয়। ২০০৬ সালে এটিকে ইউপিএস কার্গো হিসেবে রূপান্তর করা হয়।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্রে #বিমান বিধ্বস্ত #কেন্টাকি #লুইসভিল