যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মেয়র নির্বাচনে মামদানি জয়ী হলে শহরটির ফেডারেল তহবিল সীমিত করে দেওয়া হবে।
সোমবার (০৪ নভেম্বর) রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘যদি মামদানি নির্বাচিত হন, তবে ফেডারেল অর্থায়নে আমি ন্যূনতম আইনি বাধ্যবাধকতার বাইরে অতিরিক্ত অর্থ পাঠাব- এমনটা ভাবা একেবারেই অবাস্তব।’
ট্রাম্প আরও লিখেছেন, ‘আপনি অ্যান্ড্রু কুয়োমোকে পছন্দ করুন বা না করুন, মামদানিকে ভোট দেওয়া মানে নিউ ইয়র্ককে বিপদে ফেলা।’
এমনকি নিজের দলের প্রার্থী কার্টিস স্লিওয়াকেও সমর্থন না জানিয়ে বলেন, স্লিওয়াকে ভোট দেওয়া মানেই মামদানিকে সাহায্য করা।”
তবে মামদানি ট্রাম্পের এসব মন্তব্যকে ‘স্পষ্ট রাজনৈতিক হুমকি’ বলে আখ্যা দিয়ে বলেছেন, ‘তিনি হুমকি দিচ্ছেন, আমি সেটাকেই তাঁর প্রকৃত রূপ হিসেবে দেখি। তাঁর কথা কোনো আইন নয়।’
এসএইচ//