আন্তর্জাতিক

ফের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছে নেই ট্রাম্পের!

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা করছেন না।

রোববার (০৪ নভেম্বর) সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান “সিক্সটি মিনিটস”-এ প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি এটা নিয়ে ভাবিই না। তবে অনেকেই চায় আমি যেন আবার নির্বাচন করি।”

সঞ্চালক নোরা ও’ডনেল যখন তাকে জিজ্ঞেস করেন, তিনি কি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন, তখন ট্রাম্প এই মন্তব্য করেন।

পরবর্তীতে সহ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি দুজনকেই পছন্দ করি। আমাদের দলে অনেক ভালো নেতা আছেন। চাইলে দুইজনকেও একসঙ্গে প্রার্থী করা যায়। তবে এখনই এসব নিয়ে কথা বলার সময় নয়।”

উল্লেখ্য, মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রাম্প