আন্তর্জাতিক

যুক্তরাজ্যে চলন্ত ট্রেনে রক্তক্ষয়ী হামলা!

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারে একটি ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি)।

শনিবার (০১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ডনকাস্টার থেকে লন্ডন কিংস ক্রসগামী ট্রেনে এই ঘটনা ঘটে। ট্রেনের ভেতরেই একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়।

কেমব্রিজশায়ার পুলিশ এটিকে “বড় ধরনের ঘটনা” ঘোষণা করেছে এবং তদন্তে সন্ত্রাসবিরোধী ইউনিটকে যুক্ত করা হয়েছে।

ঘটনার পর দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে সব ধরনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তদন্তের প্রাথমিক পর্যায়ে গুজব বা অনুমাননির্ভর মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এদিকে, লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে জানিয়েছে, এই ঘটনার কারণে কিছু রুটে ট্রেন চলাচল বিলম্বিত বা বাতিল হতে পারে।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাজ্য #ট্রেন #হামলা