যুদ্ধবিরতির মধ্যেও অবরুদ্ধ গাজায় ফের হামলা করেছে ইসরায়েল। এই হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) পূর্ব গাজা শহরের শুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
জাবালিয়া শরণার্থী শিবিরেও ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত অবস্থায় মারা গেছেন আরেক ফিলিস্তিনি ।
এদিকে ইসরায়েলীদের কাছে আটকের পর মারা যাওয়া আরও ৩০ বন্দির মরদেহ গাজায় ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক রেডক্রস কমিটির মাধ্যমে এসব মরদেহ ফেরত আনা হয়। কোন কোন মরদেহে নির্যাতনের চিহ্ন আছে।
এসএইচ//