আন্তর্জাতিক

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুল্কবিরোধী রাজনৈতিক বিজ্ঞাপনকে কেন্দ্র করে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি।

শনিবার (০১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

কার্নি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছি। বিজ্ঞাপনটি প্রচারের আগে ফোর্ডের সঙ্গে কথা বলেছিলাম এবং তা বন্ধ করতে বলেছিলাম।

প্রসঙ্গত, ওই বিজ্ঞাপনটি অন্টারিও অঙ্গরাজ্যের তত্ত্বাবধানে প্রচারিত হয়। যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ১৯৮৭ সালের একটি ভাষণের অংশ ব্যবহার করা হয়। সেখানে বলা হয়, ‘শুল্ক প্রতিটি মার্কিনিকে ক্ষতিগ্রস্ত করে, এতে বাণিজ্যযুদ্ধ শুরু হয় এবং অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে।

এই ঘটনার জেরে ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং কার্নির সাথে দ্বিপাক্ষিক আলোচনাও স্থগিত করেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্পে #মার্কিন প্রেসিডেন্ট #কানাডার প্রধানমন্ত্রী #মার্ক কার্নি