নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইবোনদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। শনিবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—একই গ্রামের আবু তাহেরের ছেলে ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, জমি নিয়ে সকালে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আউয়াল, তার ছেলে শিপন ও রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০-১২ জন দা ও লাঠিসোটা নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। এ সময় দুই ভাই ও তাদের পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফুরা মিয়া ও শাকিল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মনিরা বেগম নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা বলেন, “দুপুর পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।”
ওসি আদিল মাহমুদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এমএ//