পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ‘৯এম৭২৯’ নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে নিক্ষেপ করেছে রাশিয়া। দেশটির জ্বালানি স্থাপনায় চালানো এই হামলায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এ হামলার নিশ্চিত করে জানান, এই ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত ২৩ বার ইউক্রেনে আঘাত হেনেছে।
এই হামলায় ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। এতে কয়েক দিন পর্যন্ত পর্যায়ক্রমিক ব্ল্যাকআউট চলবে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো অভিযোগ করেছেন, শীতের শুরুতে রাশিয়া বেসামরিক মানুষ ও বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি-সেভেন দেশগুলোর প্রতি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম এ অস্ত্রের উন্নয়ন নিয়েই ট্রাম্প প্রশাসন মস্কোর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে গিয়েছিল।
এছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও দুজন নিহত হয়েছেন। অপরদিকে, রুশ শহর ওরিওলে ইউক্রেনের ড্রোন হামলায় গরম পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বৃহস্পতিবার রাতে ১৩০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা।
এসএইচ//