দেশজুড়ে

৮ দাবিতে সিলেট ও মৌলভীবাজারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

রেলপথ সংস্কার , দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে সিলেট ও মৌলভীবাজার রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। স্থানীয়দের দাবির সাথে সংহতি জানিয়ে একই দাবিতে মগবাজার রেলগেট অবরোধ করে ঢাকাস্থ সিলেটবাসী নামে এক সংগঠন।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে সিলেট বিভাগের সব রেলপথে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

আন্দোলনকারীরা জানান, সিলেট অঞ্চলে জরাজীর্ণ রেললাইন, ট্রেনের শিডিউল বিপর্যয় নিত্যদিনের ঘটনা। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা মাঠে নেমেছেন।

সকাল থেকে সিলেটে জেলা স্টেশনের পাশাপাশি মৌলভীবাজার জেলার কুলাউড়া, শ্রীমঙ্গল, শমশেরনগর, ভানুগাছ স্টেশনে দাবি আদায়ে স্থানীয়রা লাল পতাকাসহ স্টেশনগুলোতে অবস্থান নিয়েছেন।

আন্দোলনকারীদের ৮ দফা দাবি হলো-

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন বাস্তবায়ন; আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু; আখাউড়া-সিলেট সেকশনের সব বন্ধ স্টেশন পুনরায় চালু; কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি; কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার; শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার ও যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন।

এদিকে অবরোধ চললেও সকাল সাড়ে আটটার পর সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস কুলাউড়া স্টেশন ছেড়ে চলে গেছে।

তবে দুপুর ১২টা ৩০ মিনিটে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমদ জানান, রেলপথ অবরোধ এর কারণে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকে আছে।  এছাড়া সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশন আটকানোর কারণে ট্রেন দুটির যাত্রায় বিলম্ব হচ্ছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রেলপথ #সিলেট