আন্তর্জাতিক

ইউক্রেনকে 'টমাহক' দিতে চায় পেন্টাগন

ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পেন্টাগন জানিয়েছে, এসব ক্ষেপণাস্ত্র সরবরাহে মার্কিন সামরিক মজুতে কোনো প্রভাব পড়বে না।

চলতি মাসের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রথমে ক্ষেপণাস্ত্র দেওয়ার বিরোধিতা করেছিলেন। তবে কিছুদিন আগে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত টমাহক রয়েছে যা ইউক্রেনকে দেওয়া যেতে পারে।

পরবর্তীতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্পের অবস্থান পরিবর্তন হয়। পুতিন সতর্ক করে বলেন, ‘এই ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে তেমন প্রভাব ফেলবে না, বরং যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের ক্ষতি করবে।’

এরপর ট্রাম্প জেলেনস্কিকে জানিয়ে দেন, ‘আপাতত যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে না।’

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্রে #পেন্টাগন #ইউক্রেন #টমাহক #ডোনাল্ড ট্রাম্প