আন্তর্জাতিক

বেলুচিস্তানে পৃথক অভিযানে ‘১৮ সন্ত্রাসীকে হত্যার’ দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের দুটি অভিযান চালিয়ে ১৮ জন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী।

গণমাধ্যম সংশ্লিষ্ট শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলেছে, নিহতরা ‘ভারতের প্রক্সি’ এবং ‘হিন্দুস্তানি অশান্তি সৃষ্টিকারী’ জঙ্গী ।

প্রথম অভিযানে কোয়েটা জেলার চিলতান পাহাড়ি এলাকায় ব্যাপক গুলি বিনিময়ে ১৪ জঙ্গী নিহত হয়।

অন্যদিকে, কেচ জেলার বুলেদাতেও সন্ত্রাসীদের এক আস্তানায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে ৪ জঙ্গি ‘মারা যায়।  

নিহতদের দখল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

 

এসএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তানে #বেলুচিস্তানে #সামরিক