ক্যারিবীয় অঞ্চলে হারিকেন মেলিসার আঘাতে ৩০ জনের মৃত্যু হয়েছে। কেবল হাইতিতেই মারা গেছেন ২৫ জন। হারিকেনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কিউবার উপকূলীয় এলাকা। অনেক এলাকা এখনও তলিয়ে আছে পানির নিচে।
বুধবার (২৯ অক্টোবর) কিউবা উপকূলে আঘাত হানার পর মেলিসার ভয়াবহ তাণ্ডবের চিহ্ন এখন স্পষ্ট। ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার গতির ঝড়ে বিপর্যস্ত পুরো জনপদ। সাগর কিছুটা শান্ত আর বাতাস কমে যাওয়ায় বাসিন্দারা ফিরছেন নিজ নিজ এলাকায়। গ্রানমা, সান্তিয়াগো দে কিউবা, গুয়ান্তানামো, হোলগুইন ও লাস তুনাস প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।
অপরদিকে, জ্যামাইকায় বেশিরভাগ স্থানে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে। দেশটির দক্ষিণ উপকূলের অ্যালিগেটর পন্ড এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় সাগর তীরের ঘরবাড়ি ও মাছ ধরার নৌকা উড়িয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত একর কৃষি জমি।
এছাড়া, মেলিসার তান্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাইতির দক্ষিণ উপকূল। সেখানে বন্যায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভেসে গেছে শত শত ঘর বাড়ি। স্থানীয় মেয়র জানিয়েছেন, ‘ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে আছেন। এখন আমাদের একটাই লক্ষ্য সবাই বেঁচে আছে কিনা তা নিশ্চিত করা।’
সর্বশেষ তথ্য অনুযায়ী- জ্যামাইকা, হাইতি, ডোমিনিকান রিপাবলিকের পর এবার বাহামা দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে হারিকেনটি। যদিও মেলিসা এখন দুর্বল হয়ে ক্যাটাগরি-১ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
এসএইচ//