ক্যাম্পাস

সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির পাল্টাপাল্টি মামলা, আসামি ১২৫০

ছবি: সংগৃহীত

সাভারে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একে অপরের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় দুটির কর্তৃপক্ষ।

বুধবার (২৯ অক্টোবর) সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আফতাব উদ্দিন আহমেদ খান পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন।

ড্যাফোডিল ইউনিভার্সিটির মামলায় অভিযোগ করা হয়েছে—সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হামলা, মারধর, হোস্টেল ভাঙচুর, ছাত্রদের আটক ও অস্ত্রের মুখে জোর করে বক্তব্য আদায়সহ নানা অপকর্মে জড়িত ছিল। এ ঘটনায় অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, সিটি ইউনিভার্সিটির পক্ষ থেকে দুষ্কর্ম, ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ এনে ফাহাদ নামে একজনকে নামীয় আসামি এবং আরও এক হাজার অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।

ওসি জুয়েল মিয়া বলেন, ‘দুটি মামলাই তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গেল রোববার (২৬ অক্টোবর) রাতে সাভারের খাগান এলাকায় থুথু ফেলা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন ও বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এ সম্পর্কিত আরও পড়ুন #সিটি #ও #ড্যাফোডিল #ইউনিভার্সিটির #পাল্টাপাল্টি #মামলা #আসামি #১২৫০