আন্তর্জাতিক

ভেস্তে গেল পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা; পাল্টা-পাল্টি দোষারোপ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

চারদিনের  আলোচনা শেষেও স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারেনি  দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে ধারাবাহিক আলোচনা শেষে এখনও কোনো সমাধান হয়নি। আলোচনা সফল না হওয়ার জন্য পরস্পরকে দোষারোপ করেছে দুই দেশ।

বুধবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুই দেশকে সংঘাত থেকে ফিরিয়ে আনতে শেষ চেষ্টা এখনো চলছে।  তবে দোহায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরবর্তী আলোচনা এখনো সফল না হওয়ায় দেশ দুটির মধ্যে নতুন করে শত্রুতার বাড়ার আশঙ্কা আরও প্রবল হয়ে উঠছে।

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (২৭ অক্টোবর)  প্রায় ১৮ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। আফগান কর্তৃপক্ষ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়ে অবস্থান বদলেছেন।  কাবুল থেকে পাওয়া নির্দেশনা আফগান প্রতিনিধিদের আলোচনা জটিল করেছে।

তবে আফগানিস্তান বলছে, পাকিস্তানি প্রতিনিধি দলের সমন্বয়ের অভাব। এটা আলোচনা ব্যর্থ হওয়ার মূল কারণ।   আফগান গণমাধ্যমে জানানো হয়েছে, পাকিস্তানি পক্ষ স্পষ্ট যুক্তি উপস্থাপন করছে না। তারা আলোচনার টেবিল ছেড়ে চলে যাচ্ছে।

এদিকে যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর পাকিস্তানি জনগণের সুরক্ষায় পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি  জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, ‌‘দুর্ভাগ্যজনকভাবে আফগানিস্তানের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি। তারা মূল বিষয় থেকে সরে গেছে। দোষারোপ ও ছলচাতুরী করেছে। একারনে আলোচনায় কোনো সমাধান পৌছানো যায়নি।

তিনি আরও বলেন, পাকিস্তান শান্তির মনোভাব নিয়েই আফগানিস্তানের সঙ্গে আলোচনায় বসেছিল। সন্ত্রাসবাদের হুমকি থেকে পাকিস্তানী জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।'

প্রসঙ্গত, ৯ অক্টোবর কাবুলে বিস্ফোরণের ঘটনায় তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানকে দায়ী করে। তারপর থেকে নতুন করে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয়। তালেবানের দাবি, কাবুলে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে। এর জবাবে সীমান্তে গুলি ছোঁড়ে আফগানিস্তান। অপরদিকে পাকিস্তানের দাবি, তালেবানরা বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে। তাই সেনারাও পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছিলো

 

এসএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #আফগানিস্তান #তুরস্ক #কাতারে #যুদ্ধবিরতি