আন্তর্জাতিক

বিশ্ববাজারে আবারও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

টানা কয়েকদিনের অস্বাভাবিক বৃদ্ধি শেষে বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সোমবার (২৭ অক্টোবর) স্পট গোল্ডের মূল্য ৩ শতাংশ এবং মঙ্গলবার (২৮ অক্টোবর) আরও ১ শতাংশ হ্রাস পেয়েছে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৩ দশমিক ৫৩ ডলারে।

ভারতের অর্থনৈতিক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৩৮১ ডলারে পৌঁছেছিল। তবে গেল কয়েকদিনে স্বর্ণের মূল্য প্রায় ১০ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে, মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য বাণিজ্যিক চুক্তির ইঙ্গিত পাওয়ার পর থেকেই স্বর্ণের দামে এই পতন শুরু হয়। চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের আশঙ্কা এবং ভূরাজনৈতিক উত্তেজনা উভয়ই কমে গেছে, যা স্বর্ণের চাহিদা কমিয়েছে।

বিশ্ববাজার পর্যবেক্ষকদের ধারণা, এই মূল্যহ্রাসের ধারা সামনের কয়েকদিন চলমান থাকতে পারে। অনুমান করা হচ্ছে, প্রতি আউন্স স্বর্ণের দাম আরও কমে ৩ হাজার ২৭০ থেকে ৩ হাজার ৪৪০ ডলারের মধ্যে নেমে আসতে পারে—অর্থাৎ দাম প্রায় ১৭ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।

তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতি উল্টো হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৫ ডলারে পৌঁছাতে পারে এবং ২০২৮ সালে তা ৮ হাজার ডলার স্পর্শ করতে পারে।

অন্যদিকে গোল্ডম্যান সাচ জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ৯০০ ডলারে উন্নীত হতে পারে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, বর্তমানে অ-ব্যাংক বিনিয়োগকারীদের বৈশ্বিক সম্পদের প্রায় ২ দশমিক ৬ শতাংশ স্বর্ণে বিনিয়োগ করা আছে। জেপি মর্গান ধারণা দিয়েছে, ২০২৮ সালের মধ্যে এ হার বেড়ে ৪ দশমিক ৬ শতাংশে পৌঁছাতে পারে—যা স্বর্ণের বাজারে নতুন করে বড় ধরনের উত্থানের ইঙ্গিত দিচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ন #স্বর্ণের দাম #বিশ্ববাজারে স্বর্ণের দাম