জ্যামাইকার দিকে দ্রুত ধেয়ে যাচ্ছে চলতি বছরের রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। ২৮২ কি.মি. বেগে ধেয়ে আসা হারিকেনটির প্রভাবে ইতিমধ্যেই সেখানে তিনজনের মৃত্যু ঘটেছে।
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এই ঝড়টি স্থানীয় সময় মঙ্গলবার (২৮শে অক্টোবর) জ্যামাইকার দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮শে অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, বর্তমানে ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) গতিতে আসা মেলিসা সর্বোচ্চ ক্যাটাগরি-৫-এর ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে। এর গতি ক্রমাগত বাড়ছে এবং এটি মঙ্গলবার সকালে জ্যামাইকার মূল ভূখণ্ডে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছেইয়ে
এই ঝড়ের প্রভাবে জ্যামাইকা ছাড়াও হাইতি এবং ডোমিনিকান রিপাবলিকেও চারজনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, ঝড়ের অগ্রগতি ধীর হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে প্রবল বৃষ্টি হতে পারে, যা ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতাসের গতি ও নিম্নচাপের মাত্রার দিক থেকে মেলিসা হলো ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়। এই গতি বজায় থাকলে, এটি ১৮৫১ সালের পর থেকে জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে।
জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৭শে অক্টোবর) জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জ্যামাইকা সরকার রাজধানী কিংস্টনের কয়েকটি এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এসএইচ//