ক্যাম্পাস

সিটি ইউনিভার্সিটিতে আটক ড্যাফোডিলের ১১ শিক্ষার্থীকে ছাড়া হয়েছে

সিটি ইউনিভার্সিটিতে আটক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আটক ১১ শিক্ষার্থীকে ছাড়া হয়েছে। এসব শিক্ষার্থীদের ব্যাপক মারধর করার অভিযোগ করেছে ড্যাফোডিলের শিক্ষার্থীরা।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হস্তান্তর করা হয়েছেসিটি ইউনিভার্সিটির প্রক্টর শেখ মুহাম্মদ আলিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  আমরা ড্যাফোডিল শিক্ষার্থীদের আটকে রাখিনি তারা এখানে ঘুরে ফিরেই বেড়াচ্ছিল। যেহেতু তারা অনেকটা আটকা পড়ে গিয়েছিল, যেহেতু রাতের বেলা ছিল, তাই ওই শিক্ষার্থীদের সেইফ করার চেষ্টা করা হয়েছে। কারণ কেউ যেন তাদের আঘাত করতে না পারে, এ জন্য তাদের একটা নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিলএরপর সিটি ইউনিভার্সিটির প্রতিনিধি  এসে তাদের নিয়ে গেছেন।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক্সটারনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর সৈয়দ মিজানুর রহমান বলেন, 'ছাত্রদের ছাড়ছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো তাদের পিটিয়ে আধমরা করে ফেলেছে। এ ছাড়া ছেড়ে দেওয়ার আগে শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের ভিসি তাদের সেখানে ভাঙচুর করতে পাঠিয়েছে- এমন জবানবন্দিও রাখা হয়েছে

তিনি বলেন, মূলত ইউজিসি তাদের মুক্ত করেছে। ইউজিসির প্রতিনিধি দলের কাছে শিক্ষার্থীদের হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম, শিক্ষিকরাও ছিল। এখন ওই শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে, তাদের হাসপাতালে পাঠান হয়েছেশিক্ষার্থীদের অবস্থা অত্যন্ত গুরুতর।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান জানান, হামলাকারী শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে ভিসি, প্রোভিসি, রেজিস্ট্রারের কক্ষসহ অফিসের সব কম্পিউটার ভাঙচুর করে। গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করেছে। রাত সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসে এসে হতভম্ব হয়ে যাই। শিক্ষার্থীদের দ্বারা এমন কাজ কীভাবে সম্ভব। এরপর ড্যাফোডিলের উপাচার্যকে বিষয়টি জানিয়ে একজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করা হয়।

হামলাকারীরা শিক্ষার্থীসুলভ আচরণ করেনি। যাদের ধরা হয়েছে তারা যখন ভাঙচুর চালাচ্ছিল তখন তাদের ধরা হয়েছে। তারা শুধু শিক্ষার্থী নয় শিক্ষার্থী কি ল্যাপটপ, কম্পিউটার, এসি এগুলো চুরি করতে পারে? আমরা চাই ড্যাফোডিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে। সমাধান নাহলে আইনের আশ্রয় নেবো। ২০-২৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ইউজিসি থেকে প্রতিনিধি দল আসছে বিষয়টি পর্যবেক্ষণের জন্য।

প্রসঙ্গত, রোববার রাতে থুতু ফেলার ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির দুজন শিক্ষার্থীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর জেরে  রাত ১০টার পর থেকে ভোর ৪টা সিটি ইউনিভার্সিটিতে ব্যাপক হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ড্যাফোডিল #সিটি ইউনিভার্সিটি