আন্তর্জাতিক

ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা, বৃহত্তম রণতরি মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় সরকার উৎখাত প্রচেষ্টা আরো জোরদার করেছে আমেরিকা। ক্যারিবিয়ান সাগরে বিশ্বের বৃহত্তম রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছে দেশটি।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, আমেরিকা ওই এলাকায় যুদ্ধ পরিস্থিতি তৈরীর চেস্টা করেছ। শুক্রবার (২৪ অক্টোবর) কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এসব তথ্য জানিয়েছে ।

আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভূমধ্যসাগরে থাকা জেরাল্ড আর ফোর্ড রণতরী এবং সঙ্গে স্ট্রাইক গ্রুপ হিসেবে আরও পাঁচটি ডেস্ট্রয়ার মোতায়েনের নির্দেশ দিয়েছেন। 

এ ব্যাপারেসামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল বলেছেন, ‘দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনীর উপস্থিতি জোরদার করা হলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং হুমকি সংক্রান্ত কার্যকলাপ শনাক্তকরেপ্রতিহত করতে তাদের সক্ষমতাবাড়বে।’

তিনি দাবী করেন, ক্যারিবিয়ান অঞ্চলে শুক্রবার ‘ত্রেন দে আরাগুয়া’ নামের একটি জাহাজে হামলা করে আমেরিকার সেনারা।  অপরাধী  সংগঠনের ওই জাহাজে হামলায় ছয়জন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছেন। 

এ ব্যাপারেভেনেজুয়েলারপ্রেসিডেন্টমাদুরো রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে।’

অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলেছে, তারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছে। ট্রাম্প বিরোধী ও কংগ্রেসের কিছু সদস্য অভিযোগ করেছেন, মূলত মাদুরোর সরকারকে অস্থিতিশীল করতেএই অভিযান চালানো হচ্ছে।

মাদুরো দীর্ঘদিন ধরে ট্রাম্পের শত্রু। তাকে মাদক পাচারকারী সংগঠনের নেতা হিসেবে অভিযুক্ত করেছেন ট্রাম্প। তবে এমন অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছেন মাদুরো।

 

 

 

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ভেনেজুয়েলা #রণতরী #জেরাল্ড আর ফোর্ড