ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। মাত্র সাত দিনের মধ্যে দেশটির নতুন ১০টি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ার সেনারা। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে আনাদোলু জানায়, ১৭ থেকে ২৪ অক্টোবরের মধ্যে ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশের বেশ কিছু লোকালয় দখল করেছে রুশ বাহিনী। একই সময়ে ইউক্রেনীয় বাহিনীর ২২টি অস্ত্র ও সামরিক সরঞ্জাম ভাণ্ডার ধ্বংস করা হয়েছে।
রুশ মন্ত্রণালয়ের দাবি, গেল সপ্তাহে ইউক্রেনীয় সেনারা বেশ কয়েক দফা বিমান হামলার চেষ্টা চালায়, তবে প্রতিবারই রুশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করে। এই সময়ের মধ্যে ইউক্রেন একটি এসইউ-২৭ যুদ্ধবিমান, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড বোমা, ১৫টি হিমার্স রকেট ও ১ হাজার ৪৪১টি ড্রোন হারিয়েছে।
তবে রাশিয়ার এই দাবি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন সরকার।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ন্যাটো জোটে ইউক্রেনের যোগদানের প্রচেষ্টা এবং ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এই যুদ্ধের সূচনা হয়। তিন বছরের মাথায় রাশিয়া ইতিমধ্যে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে, যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ।
এমএ//