আন্তর্জাতিক

বাস-মোটরসাইকেল সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বিলাসবহুল ভলবো বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশের কর্ণুল জেলায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে স্পার্ক সৃষ্টি করে এবং তা থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

কর্ণুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত পাটিল জানান, রাত তিনটার দিকে কাবেরি ট্রাভেলস নামের একটি পরিবহনের ভলভো বাস হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। পথে বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়, যা বাসের নিচে আটকে যায়। এতে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে। ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে আগুন লাগার সঠিক কারণ তদন্ত করছে।

তিনি জানান, যেহেতু এটি এয়ারকন্ডিশনড বাস ছিল, তাই যাত্রীদের জানালা ভেঙে বের হতে হয়। যারা কাচ ভাঙতে পেরেছিলেন, তারা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। এর মধ্যে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের খোঁজ ও মৃতদের শনাক্তের কাজ চলছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাস #এসি #মোটরসাইকেল