পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন। জ্বালানিবাহী ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। আর সেই সময়ই ট্যাঙ্কারটিতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তেল চারদিকে ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ আশপাশের লোকজন রাস্তায় ছিটিয়ে থাকা তেল সংগ্রহ করতে ছুটে আসে। এর কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও সংবাদ প্রতিনিধিদের বলেন, 'বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করছিলেন।'
ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু বলেন, 'দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। এই দুঃখজনক ঘটনায় ব্যস্ত ওই মহাসড়কে মারাত্মক যানজট তৈরি হয়েছে, বিশেষ করে সড়কের খারাপ অবস্থার কারণে।'
প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে, কারণ দেশটিতে সীমিত পাইপলাইন অবকাঠামোর কারণে জ্বালানি পণ্য মূলত সড়কপথেই পরিবহন করা হয়। এছাড়া খারাপ ও গর্তে ভরা সড়কপথের দুরাবস্থা এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে, যা প্রতি বছর বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসে একই রকম দুর্ঘটনায় দেশটিতে ৮৬ জন, গেলো বছর (২০২৪) অক্টোবর মাসে ১৪০ জন নিহত হয়েছিলেন।
এসএইচ//