আন্তর্জাতিক

বিশ্বনেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

ট্রাম্প বলেছেন, “এটাই সবচেয়ে বড় চুক্তি। আজ আমরা শুধু একটি যুদ্ধের ইতি টানিনি—আমরা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করেছি।”

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মিশরের উপকূলীয় শহর শারম আল-শেখে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত এ ঐতিহাসিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বহু আরব ও ইউরোপীয় নেতা অংশ নেন।

গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে এ চুক্তি সই হয়। অনুষ্ঠান শেষে ট্রাম্প বলেন, “আজ আমরা শুধু একটি যুদ্ধের ইতি টানিনি—আমরা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করেছি। এটি ‘সবচেয়ে বড় চুক্তি’, যা শান্তির নতুন ভোর এনে দেবে।”

চুক্তি স্বাক্ষরের আগে নেতারা “শান্তি–২০২৫” লেখা বিশাল ব্যানারের সামনে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে করমর্দন করেন এবং যৌথভাবে ছবি তোলেন। সেই ঐতিহাসিক মুহূর্তে ট্রাম্প, মাহমুদ আব্বাস, আল-সিসি ও এরদোয়ানকে পাশাপাশি দেখা যায়।

তবে শেষ মুহূর্তে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মেলনে যোগ না দেওয়ায় কিছুটা আলোচনা তৈরি হয়। কূটনৈতিক সূত্র বলছে, ইহুদি ধর্মীয় উৎসব সিমখাত তোরাহ শুরু হওয়ায় তিনি সফর বাতিল করেন। অন্যদিকে, এরদোয়ান আগেই বলেছিলেন—নেতানিয়াহু যোগ দিলে অনেক মুসলিম নেতা সম্মেলন বয়কট করতে পারেন।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি কার্যকর হলে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ আরও মজবুত হবে। একই সঙ্গে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনের একটি নতুন অধ্যায় শুরু হতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মিশর #গাজা #ইসরাইল #ফিলিস্তিন