বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের ই.বি. রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
দোয়া মাহফিল শেষে বক্তব্যে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশবাসীর একটাই প্রত্যাশা—প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা। তার সুস্থ হয়ে ওঠা শুধু বিএনপি নয়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব দিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছেন। তাই তার দ্রুত আরোগ্য লাভ দেশের মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষ পর্যায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ সদর থানা ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হোসাইনী।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি-স্থিতিশীলতার জন্য দোয়া করা হয়।
আই/এ