পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় দেশটির সেনাবাহিনীর অন্তত ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজরও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা সূত্র।
বুধবার (০৮ অক্টোবর) প্রদেশটির কুররাম জেলায় এ হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর একটি কনভয় চলার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এরপর বিপুলসংখ্যক সন্ত্রাসী গুলিবর্ষণ শুরু করে। আকস্মিক এই হামলায় ১১ সেনা নিহত হয়।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত সেনারা পাশের ওরাকজাই এলাকায় একটি অভিযানে অংশ নিতে যাচ্ছিলেন। পাল্টা অভিযানে নিরাপত্তা বাহিনী ১৯ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।
অন্যদিকে, টিটিপি দাবি করেছে, তাদের যোদ্ধারাই সরাসরি সেনাবাহিনীর কনভয়ে হামলা চালিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হার দ্রুত বেড়েছে, যার বেশিরভাগ লক্ষ্যবস্তুই নিরাপত্তা বাহিনী। বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকেই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে জঙ্গি তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
এমএ//