দেশজুড়ে

খাগড়াছড়ির সেই ছাত্রীকে ধর্ষণের আলামত মেলেনি, অবরোধ স্থগিত

ফাইল ছবি

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ ওঠা সেই শিক্ষার্থীর শরীরে ধর্ষণের আলামত মেলেনি। এদিকে শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত ঘোষণা করেছে জুম্ম ছাত্র জনতা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ছাবের আহম্মেদ

তিনি বলেন, ওই ঘটনায় গঠিত মেডিক্যাল বোর্ড গতকাল তাদের প্রতিবেদন দিয়েছে। এতে ধর্ষণের আলামত পায়নি তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছি আমরা। তারা এ নিয়ে বিস্তারিত জানাবে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক জয়া চাকমার নেতৃত্বে তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ডের অপর দুই সদস্য হলেন- একই হাসপাতালের চিকিৎসক মোশাররফ হোসেন ও নাহিদা আক্তার। মেডিক্যাল বোর্ডের প্রধান জানিয়েছেন, ওই ছাত্রীর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। এমনকি সে ধর্ষণের শিকারও হয়নি; এই মর্মে প্রতিবেদন দিয়েছেন তারা।

এদিকে জুম্মা ছাত্র জনতা জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় জুম্ম ছাত্র জনতার ছয় সদস্যের প্রতিনিধি দল প্রশাসনের কাছে আট দফা দাবি পেশ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারা প্রত্যাহারের কথাও জানানো হয়। ইতোমধ্যে গুইমারা হামলার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

জুম্ম ছাত্র জনতা জানিয়েছে, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়। সংগঠনের সমন্বয়ক ও বিএমএসসির ছাত্রনেতা উক্যনু মারমা বলেন, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও ন্যায়বিচার আদায় করা।

সার্বিক অবস্থা বিবেচনায় অবরোধ প্রত্যাহার করে সংগঠনটি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #খাগড়াছড়ি