দেশজুড়ে

খাগড়াছড়িতে অবরোধ শিথিল, ছেড়েছে দূরপাল্লার বাস

খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ঢাকা-চট্টগ্রাম সড়কে শিথিল করা হয়েছে। এ ঘোষণার পর জেলা শহর থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। তবে মহাসড়কে অবরোধ শিথিল হলেও, খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রয়েছে। সেখানকার পরিস্থিতি এখনও থমথমে

২৯ (সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল ঘোষণা করেছে জুম্ম ছাত্র-জনতা।

আন্দোলনের অন্যতম সংগঠক মনোতোষ ত্রিপুরা জানান, সুনির্দিষ্ট দুটি প্রধান সড়কের জন্য অবরোধ শিথিল করা হয়েছে, বাকি সব জেলায় অবরোধ বহাল আছে গতকাল গুলিবিদ্ধ তিনজনের সৎকার শেষে আবারও অবরোধ বহাল হবে

খাগড়াছড়ি জেলাসদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান,  গুইমারায় গুলিতে নিহত তিনজনের মরদেহ হিমাগারে রয়েছেতিন মরদেহের সুরতহাল প্রতিবেদন এবং নাম ঠিকানা না পাওয়ায় এখনও পোস্টমর্টেম করা সম্ভব হয়নি।

এদিকে অবরোধ শিথিল হওয়ার পর থেকেই খাগড়াছড়ির বিভিন্ন টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছেশহর থেকে দূরপাল্লার বাস, মাইক্রোবাসসহ অন্যান্য গাড়ি দুপুর ১২টার পর থেকে ছেড়ে যেতে শুরু করেছে। যাত্রীদের মধ্যে বেশিরভাগই খাগড়াছড়ি, সাজেকসহ বিভিন্ন স্থানে ভ্রমণে আসা পর্যটক।

জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, খাগড়াছড়ির শহর, পৌর শহরসহ প্রতিটি উপজেলায় যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবরোধের কারণে যে সমস্ত পর্যটক ও যানবাহন আটকা পড়েছিল, তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।

আই/এ

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #খাগড়াছড়ি