আন্তর্জাতিক

হঠাৎ জনসম্মুখে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসও না পেরোতেই জনসম্মুখে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের দলের যুব সংগঠনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন— বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি দেশ ছেড়ে পালাবেন না।

রোববার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্ট

প্রতিবেদনে বলা হয়, অলি বলেন, ‘আপনারা কি মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাব? না, আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় ফিরিয়ে আনব, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করব।’

এর আগে গেল ৯ সেপ্টেম্বর নেপালে জেন-জিদের বিক্ষোভে টালমাটাল অবস্থায় সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পান দেশটির সাবেক প্রধানমন্ত্রী অলি। 

এতদিন আড়ালে থাকলেও এবার প্রকাশ্যে এসে তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের সমর্থনে ক্ষমতায় আসেনি; তারা সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষমতা দখল করেছে।

অলি দাবি করেন, কোনো ধরনের ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত নন। বরং তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে কী নির্দেশনা দিয়েছিলেন, তার সব রেকর্ড প্রকাশ করা হোক।

এদিকে খবর এসেছে, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকার কেপি অলি ছাড়াও তার মন্ত্রিসভার অনেক সদস্যের পাসপোর্ট জব্দের উদ্যোগ নিচ্ছে। এ প্রসঙ্গে অলি অভিযোগ করেন, এর মাধ্যমে তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নেপাল #জেন-জি বিক্ষোভ #কেপি শর্মা অলি