বিনোদন

বাংলাদেশে আসছে এইচবিও ম্যাক্স

বিনোদন ডেস্ক

অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স। আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশের গ্রাহকরা সরাসরি প্ল্যাটফর্মটির সেবা উপভোগ করতে পারবেন। 

বাংলাদেশ ছাড়াও ব্রুনাই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কাসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আরও কয়েকটি দেশে একই দিনে কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।

এইচবিও ম্যাক্সে এক প্ল্যাটফর্মেই দর্শকরা পাবেন এইচবিওর কনটেন্ট, হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজ, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস, হলিউড ব্লকবাস্টারসহ ডিসকভারির জনপ্রিয় ব্র্যান্ডের নানা শো।

উদ্বোধনের দিন থেকেই দর্শকরা দেখতে পারবেন স্টিফেন কিংয়ের “আইটি” ইউনিভার্সে নির্মিত নতুন ড্রামা সিরিজ আইটি: ওয়েলকাম টু ডেরি। এছাড়া থাকবে সুপারম্যান, সিনার্স, ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস এর মতো ছবি এবং বহুল প্রশংসিত সিরিজ হাউস অব দ্য ড্রাগন, দ্য লাস্ট অব আস, দ্য পেঙ্গুইন ও দ্য পিট।

শিশুদের জন্য থাকছে টম অ্যান্ড জেরি, লুনি টুনস, উই বেয়ার বেয়ারসসহ নানা কার্টুন। আর নন-ফিকশন শোতে পাওয়া যাবে গোল্ড রাশ, ডেডলিয়েস্ট ক্যাচ ও ৯০ ডে ফিয়ান্সে।

প্রথম দিন থেকেই ব্যবহারকারীরা মাল্টি-ডিভাইস স্ট্রিমিং, ব্যক্তিগত প্রোফাইল, প্যারেন্টাল কন্ট্রোল ও অফলাইনে দেখার জন্য সহজে কনটেন্ট ডাউনলোডের সুবিধা পাবেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #এইচবিও #এইচবিও ম্যাক্স #ডিসি কমিকস #ওটিটি