বাংলাদেশে ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম শিল্পী ও নির্মাতাদের জন্য নতুন এক স্বাধীনতার জায়গা খুলেছে। এখানে কোনো সেন্সর নেই কোনো প্রচলিত সীমাবদ্ধতাও নেই। ফলে নির্মাতারা ভিন্নধর্মী, সাহসী এবং চ্যালেঞ্জিং গল্প সহজেই তুলে ধরতে পারছেন। তবে এই স্বাধীনতার সঙ্গে এসেছে নতুন বিতর্ক।
অনেক নির্মাতা গল্পের স্বাভাবিক ধারাকে ধরে রাখার চেষ্টা করলেও অতিরিক্ত রগরগে দৃশ্য এবং অশ্লীল সংলাপ ব্যবহার করছেন। নির্মাতাদের দাবি, এসব দৃশ্য গল্পের প্রাসঙ্গিক অংশ, কিন্তু বাংলাদেশি দর্শকদের কাছে এগুলো প্রায়শই অশ্লীল মনে হয়।
প্রথম দিকে ‘বুমেরাং’, ‘সদরঘাটের টাইগার’ এবং ‘আগস্ট ১৪’ সিরিজ সমালোচনার মুখে পড়েছিল। সম্প্রতি কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পাপ কাহিনি’ সিরিজ নতুন বিতর্ক তৈরি করেছে। এই সিরিজের কিছু দৃশ্য পরিবারের সঙ্গে একসঙ্গে দেখার জন্য উপযুক্ত নয়। গল্প ও চিত্রনাট্যের বাইরে নির্মাতার নজর বেশি ছিল অশ্লীল সংলাপ ও রগরগে দৃশ্যে, যা সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, অনলাইনে পুরোপুরি সেন্সর করা সম্ভব নয়, আবার সম্পূর্ণ স্বাধীনতাও ঝুঁকিপূর্ণ। তাই ভারসাম্য রক্ষার জন্য বয়সভিত্তিক রেটিং, সতর্কীকরণ ব্যবস্থা, স্পষ্ট নির্দেশিকা এবং দর্শকের সচেতনতা প্রয়োজন।
ওটিটি সেন্সরশিপ নিয়ে বিতর্ক এখনো অব্যাহত। আসল প্রশ্ন হলো নির্মাতারা কি সাহসী গল্প বলতে পারবেন, আর সমাজ কি নৈতিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতার নিরাপত্তা পাবে? এই সূক্ষ্ম ভারসাম্য স্থাপন করতে পারাই ওটিটি প্ল্যাটফর্মের ভবিষ্যতের চ্যালেঞ্জ।
এসকে//