গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি বলেছেন, গাজায় ওয়ান-স্টেট" কিংবা একক ইসরাইলি রাষ্ট্র অসহনীয়। সেখানে ফিলিস্তিনিদের অধিকার থাকতে হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইসরাইলকে বুঝতে হবে শান্তি বজায় রাখার একমাত্র উপায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান।
এসময় ফিলিস্তিন এবং ইসরাইল প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহাসচিব। ‘গাজায় গণহত্যা চলছে কি না’ একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার আইনগত দিক নির্ধারণ করা মহাসচিবের দায়িত্ব না। এটি বিচারিক সংস্থাগুলো অর্থাৎ আন্তর্জাতিক বিচার আদালতের কাজ।"
গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষায় “আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর একটি বাহিনী গঠনে চাপ সৃস্টি করা প্রয়োজন কিনা? এমন প্রশ্নের জবাবে মহাসচিব জানান, তিনি মনে করেন এই মুহূর্তে কোনও বাহিনী গঠন করা সম্ভব না। করলে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটি প্রত্যাখ্যান করবে।
ইতোমধ্যেই জাতিসংঘের ৪০০ জন কর্মী নিহত হয়েছেন। বেসামরিক নাগরিকদের কার্যকর সুরক্ষার জন্য জাতিসংঘের কাছে কোনও সরঞ্জাম নেই। এ কারণে তিনি চান অবিলম্বে যুদ্ধবিরতি হোক। যুদ্ধবিরতি করে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হোক। কিন্তু কাতারে হামলা দেখে এই মুহূর্তে মনে হচ্ছে ইসরাইল যুদ্ধবিরতির আলোচনা চাচ্ছেনা। ইসরাইল জিম্মিদের বিনিময় এবং মুক্তির জন্য আলোচনায় আগ্রহী না।
এমএ//