আন্তর্জাতিক

বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক; বরফ গলছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হয়েছে। ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ মার্কিন আরোপের পর প্রথমবারের মতো এই বৈঠক হলো। বৈঠককে উভয়পক্ষ ইতিবাচক হিসেবে অভিহিত করেছে।

বৈঠকের পর দিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেন, ১৬ সেপ্টেম্বর দিল্লিতে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ ও ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের মধ্যে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।  সেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ওই বৈঠকের বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয়, উভয় দেশই বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া এবং চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #যুক্তরাষ্ট্র #বাণিজ্যচুক্তি