ইসরাইলি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে প্রতিরক্ষা চুক্তি করবে কাতার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টি জানিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স।
ইসরাইল থেকে কাতারে যাওয়ার আগে চুক্তি প্রসঙ্গে মার্কো রুবি বলেছেন, আমাদের সঙ্গে কাতারিদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতপক্ষে, আমরা কাতারের সঙ্গে একটি সামরিক চুক্তি করতে যাচ্ছি, যা অনেকটা চূড়ান্ত হওয়ার পথে।
মঙ্গলবার কাতার সফরে গিয়ে রুবিও দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বিষয়টি জানিয়েছেন।
আনসারি বলেছেন, ইসরাইলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত সামরিক চুক্তির ত্বরান্বিত করা জরুরী হয়ে পড়েছে। আপাতদৃষ্টিতে এটা নতুন কিছু নয়, তবে আগের চুক্তিগুলো শুধুমাত্র দ্রুততার সহিত করা হবে।
এনএস/