রাজধানী

একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

চলতি বছরে ডেঙ্গু আক্রমণ বেড়েই চলেছে। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৮৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গেল শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে পরিমাণ নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরে ২৪৪ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি কর্পোরেশন ছাড়া) ৮৯ জন, ঢাকা বিভাগে ১২২ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৪ জন। 

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ৩৭ হাজার ৮৯১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু #আরও তিনজনের মৃত্যু