জাতীয়

সরকারি হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশে কড়াকড়ি

ফাইল ছবি

সরকারি হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করেছে সরকার।  এখন থেকে তারা শুধু সোমবার ও বৃহস্পতিবার, দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত,চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এ কে এম ফজলুল হক খানের সই করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। ইতোমধ্যে দেশের সব সরকারি হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে

এতে বলা হয়েছে, নির্ধারিত সময় ছাড়া কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি সরকারি হাসপাতালের সীমানার ভেতরে থাকতে পারবেন না। সাক্ষাতের সময় তাদের অবশ্যই নিজ নিজ কোম্পানির পরিচয়পত্র গলায় দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে।

নির্দেশনায় বলা হয়, প্রতিনিধিরা রোগীর কোনো তথ্য সংগ্রহ করতে পারবেন না, এমনকি ব্যবস্থাপনার (প্রেসক্রিপশনের) ছবিও তোলা যাবে না

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘হাসপাতাল ও চিকিৎসকদের কক্ষগুলোতে ওষুধ প্রতিনিধিদের ভিড়ে অনেক সময় রোগীরা ভোগান্তিতে পড়েন। চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। এই সমস্যার সমাধানেই এমন উদ্যোগ।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি হাসপাতালে কোনো চিকিৎসক বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে ব্যবস্থাপত্র লিখতে পারবেন না। হাসপাতালে সরবরাহ থাকা ওষুধ বা পরীক্ষাগুলো বাইরে থেকে করাতে বলা যাবে না।

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানের সিল ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। পাশাপাশি, ওষুধ কোম্পানির সরবরাহ করা ওষুধের তালিকা চিকিৎসকের টেবিলে রাখা যাবে না।

সরকারি হাসপাতালের পরিবেশ সুরক্ষা ও রোগীদের দুর্ভোগ কমাতে এসব নির্দেশনা কঠোরভাবে মানতে হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ওষুধ কোম্পানি #প্রতিনিধি