আন্তর্জাতিক

নেপালে বিক্ষোভ, সহিংসতা: নিহত বেড়ে ৫১, এখনো পলাতক ১২ শতাধিক বন্দি

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে কয়েকদিনের বিক্ষোভ ও সহিংসতায় নিহত বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এখনো পলাতক রয়েছে ১২, ৫০০ জন বন্দি। অন্যদিকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক বিচারপতি সুশিলা কার্কিকে নিয়োগ দেয়া হতে পারে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে শুক্রবার বলেছেন, নিহতদের মধ্যে ২১ জন বিক্ষোভকারী, ৯ জন বন্দি, ৩ জন পুলিশ কর্মকর্তা ও ১৮ জন অন্যান্য পেশার মানুষ রয়েছে। এছাড়া ১৩০০ মানুষ বিক্ষোভের সময় আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ১৩০০ বন্দি এখনো পলাতক রয়েছে। এসব পলাতক বন্দির মধ্যে কিছু বন্দিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১২,৫৩৩ জন পলাতক রয়েছে।  

এই ঘোষণা এমন সময় এলো যখন হিমালয় কন্যা হিসেবে পরিচিত নেপাল রাজনৈতিক অনিশ্চিয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও সেনাবাহিনী প্রধান আশোক রাজ সাবেক বিচারপতি কার্কি ও একজন শীর্ষ তরুণ নেতার সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করবেন।

বন্দিদের কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফের হাতে আটক হয়েছেন।

অন্যদিকে দেশটির সেনাবাহিনীর মতে, লুট হওয়া ১০০টির মতো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আবার অনেকে লুট হওয়া অস্ত্র নিয়ে রাস্তায় মহড়া দিতে দেখা গেছে।

কয়েকদিন আগে লাগামহীন দুর্নীতি ও সামজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রুপ নেয় রক্তক্ষয়ী সহিংসতায়। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের মাধ্যমে পতন ঘটে ক্ষমতাসীন সরকারের। জারি করা হয় জরুরী অবস্থা। 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #নেপাল