আন্তর্জাতিক

ভারতের বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি: কেপি শর্মা অলি

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ভারতের বিরোধিতা ও বিতর্কিত মন্তব্যের কারণে নিজের পদ হারানোর অভিযোগ করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) নিজ দলের মহাসচিবকে পাঠানো চিঠিতে এমন দাবি করেন তিনি।

চিঠিতে অলি দাবি করেছেন, লিপুলেখ অঞ্চল নিয়ে ভারতের বিরুদ্ধে প্রশ্ন না তুললে এবং অযোধ্যা ও দেবতা রাম নিয়ে বক্তব্য না রাখলে হয়ত তিনি ক্ষমতায় থাকতেন। তিনি বলেন, ‘আমি ক্ষমতা হারিয়েছি কারণ অযোধ্যা ও রামের জন্ম নিয়ে ভারতীয় দাবির বিরোধিতা করেছি।’

নেপাল ও ভারতের মধ্যে লিপুলেখ ও কালাপানি অঞ্চলকে কেন্দ্র করে সীমান্ত বিরোধ রয়েছে। নেপালের দাবি, কালী নদীর উৎপত্তি লিম্পিয়াধুড়া থেকে, যা লিপুলেখের উত্তর-পশ্চিমে। ভারতের দাবি নদীটি কালাপানি গ্রাম থেকে শুরু হয়, তাই লিপুলেখ তাদের উত্তরাখণ্ড রাজ্যের অংশ। অলি প্রশাসন নেপালের ভূখণ্ড হিসেবে এই অঞ্চলকে ঘোষণা করেছিল।

এছাড়া ২০২০ সালে অলি দাবি করেছিলেন, দেবতা রাম ভারতে নয়, নেপালে জন্ম নিয়েছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, কীভাবে ভারতে জন্ম নেওয়া রাম নেপালের জনকপুরে সীতার সঙ্গে বিয়ে করেছিলেন। এই মন্তব্যের কারণে ভারতে তার সমালোচনা হয়।

এর আগে গেল মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) জেন-জির বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেন কেপি শর্মা অলি। এরপর গুঞ্জন উঠেছিল তিনি দেশ ছেড়ে গেছেন। তবে তিনি নেপালেই অবস্থান করছেন এবং সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে রয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নেপাল #কেপি শর্মা অলি