সামান্য বিষয়কে কেন্দ্র করে নরসিংদীর শিবপুরে দুজন আপন ভাইকে কুপিয়ে হত্যা করেছে চাচা ও চাচাতো ভাইরা। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর দুই ছেলে সোহাগ (৪০) ও রানা (৩৫)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বৈলাব গ্রামের দিদার ও বিদ্যুতের বাড়ির টিউবওয়েলের পানি সোহাগদের বাড়ির আঙিনা দিয়ে প্রবাহিত হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়কে কেন্দ্র করে বিকেল সাড়ে পাঁচটার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা মামুন ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ ধারালো অস্ত্র নিয়ে সোহাগ ও রানার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রানা নিহত হয়। গুরুতর আহত সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মা শামীমা আক্তার জানান, টিউবওয়েলের পানি আমাদের বাড়িতে ঢুকে পড়ে, এ বিষয়টি নিয়ে তার ছোট ছেলে রানা চাচা মামুনকে অভিযোগ করলে মামুন ও তার দুই ছেলে ক্ষিপ্ত হয়ে যায়। পরে তারা রানাকে ছুরিকাঘাত করে হত্যা করে। রানার আর্তচিৎকার শুনে এগিয়ে আসলে তার বড় ভাই সোহাগকেও মারধর ও কুপিয়ে হত্যা করা হয়। তিনি দুই ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসি//