অবশেষে গ্রেপ্তার হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পুলিশের একটি সূত্র থেকে জানা যায় বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে আয়েশাকে।
তবে গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে আয়েশা জানিয়েছে কেন ও কীভাবে মা-মেয়েকে এত নৃশংসভাবে হত্যা করেছে সে।
আয়েশার বক্তব্য, গৃহকর্তীকে হত্যার আগে সে যখন বাসা থেকে বের হয়ে আসার চেষ্টা করে তখন লায়লা আফরোজ চুরি করার অভিযোগে তাকে আটকায় এবং তল্লাশি করার চেষ্টা করে। সে সময় হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আয়েশা গৃহকর্তীকে কোপ দেয়। লায়লাকে কোপাতে থাকলে তার চিৎকার শুনে মেয়ে নাফিসা ছুটে আসে। তাকে দেখে ওই একই অস্ত্র দিয়ে নাফিসাকেও কোপাতে থাকে আয়েশা। এ সময় আয়েশার হাতেও কোপ লাগে।
পুলিশ জানিয়েছে, আয়েশার দেয়া এসব তথ্য তারা বিশ্বাস করছেন না। তার বক্তব্যের সত্যতা যাচাই–বাছাই করে দেখা হবে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।
এসি//