বিনোদন

মাদককাণ্ডের জড়িয়ে অপপ্রচার, মুখ খুললেন সাফা কবির

বিনোদন ডেস্ক

গেল বছরের শেষের দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগের সংবাদের শিরোনামে ছিলেন টিভি নাটকের তিন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া এবং সাফা কবির। সংগীতশিল্পী সুনিধি নায়েকের নামও এতে যুক্ত হয়েছিল।

দীর্ঘ আট মাস চুপ থাকার পর সম্প্রতি রুম্মান রশীদ খানের বিহাইন্ড দ্য ফ্রেম পডকাস্টে প্রথমবারের মতো মাদককাণ্ডের প্রভাব ও নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন সাফা কবির।

সাফা জানান, খবরটি দেখার পর তিনি পুরোপুরি শকড হয়ে গিয়েছিলেন। “আমি শুধু ভাবছিলাম, কী ঘটছে? কী ধরনের নিউজ এটি?” তিনি বলেন। খবর প্রকাশের পর তার ক্যারিয়ারে বড় ধরনের প্রভাব পড়েছিল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অজানা তথ্য ছড়িয়ে দেওয়াকে বিপজ্জনক মনে করেন। “প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়া অন্যায়। আমরা হঠাৎ অনেক কিছু করি, কিন্তু এর প্রভাব জীবন ও সমাজের ওপর কেমন হবে, সেটা ভাবি না। আমাদের পরিবার ও কর্মজীবনের বিষয়গুলো কি কেউ ভেবে দেখেছে?”

সংবাদ প্রকাশের পর সাফা একের পর এক কাজ হারান। তিনি স্মরণ করেন, “বৃহস্পতিবার খবরটি বের হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু বাতিল হয়ে যায়। আমি বোঝানোর চেষ্টা করেছি যে আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রমাণ করার কিছুই ছিল না। এমন পরিস্থিতিতে সিনিয়র শিল্পীরাও আমার সঙ্গে কাজ করতে অনিচ্ছুক ছিলেন।”

তবে সাফার পাশে ছিলেন শোবিজের ঘনিষ্ঠ কিছু বন্ধু। “তৌসিফ মাহবুব আমাকে পাশে দাঁড়ায়, জোভান এবং সিয়ামও মানসিকভাবে সহযোগিতা করেছেন। তাদের জন্যই আমি এই কঠিন পরিস্থিতি সামলাতে পেরেছি,” তিনি জানান। সাফা মনে করেন, বন্ধুত্ব ও সমর্থন ছাড়া এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হত না।

সাফা আরও বলেন, সামাজিক মিডিয়ায় তথ্য যাচাই না করে কোনো খবর ছড়ানো ঠিক নয়। আমরা হঠাৎ অনেক কিছু করি, কিন্তু এর প্রভাবের কথা ভাবি না। মা-বাবারা চিন্তিত হন, মনে করেন তাদের সন্তান নিরাপদ নয় এবং এখানে কাজ করতে দেয়া যাবে না। তাই যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে দুবার ভাবা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, গেল ২০২৪ এর ১৭ অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে মাদক কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটিং ঘেঁটে বেশ কিছু অভিনেত্রী ও এক সংগীতশিল্পীর মাদক কেনাবেচায় সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি।  তবে এ ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত কিছু জানা যায় নি।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #মাদককাণ্ডে জড়িত #টিভি নাটক #সাফা কবির