বিনোদন

জটিল রোগে আক্রান্ত জোভান

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

জনপ্রিয় তরুণ অভিনেতা ফারহান আহমেদ জোভান। তিনি নাটকের পাশাপাশি ব্যক্তিজীবনেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। 

সম্প্রতি তিনি শনিবার (২৮ জুন) রাতের দিকে নিজের ভেরিভাইড ফেইসবুক পেইজে পোস্ট দিয়ে জানান,দীর্ঘদিন ধরে মাইগ্রেন নামক জটিল মাথাব্যথায় ভুগছেন তিনি। 

তিনি আরও লিখেন,আমার মাইগ্রেন আছে, আমার সাথে ভালো ব্যবহার করুন। গরমে, ঠাণ্ডায়, রোদে, আলোয়, এমনকি বৃষ্টির পানিতেও মাথা ব্যথা হয়। একটু শব্দ বা পরিবেশ বদলালেই ব্যথা শুরু হয়।

পোস্টে একটি ছবি যুক্ত করে অভিনেতা আরও বলেন, যাদের মাইগ্রেন আছে, তাদের প্রতি একটু বাড়তি যত্ন নেয়া উচিত। আমাদের জীবনে শান্তি খুব কম।

উল্লেখ্য,২০১১ সালে একটি বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন ফারহান আহমেদ জোভান। এরপর ২০১৩ সালে আতিক জামান পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ইউনিভার্সিটি’ তে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। ধারাবাহিক সাফল্যের ধারায় টিভি নাটকের নিয়মিত ও প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফারহান আহমেদ জোভান #জটিল রোগে আক্রান্ত