বিনোদন

বাংলাদেশি সিনেমার জন্য উন্মুক্ত হলো অস্কারের দরজা

বিনোদন ডেস্ক

আসন্ন ৯৮তম একাডেমী অ্যাওয়ার্ডে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে চলচ্চিত্র আহ্বান করেছে অস্কার বাংলাদেশ কমিটি। নির্বাচিত সিনেমাটি প্রতিদ্বন্দ্বিতা করবে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে। আবেদন গ্রহণের শেষ সময় আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। 

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) জানিয়েছে, শুধুমাত্র বাংলা ভাষায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্রই এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। শর্ত অনুযায়ী, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে মুক্তিপ্রাপ্ত এবং দেশের প্রেক্ষাগৃহে টানা সাত দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত সিনেমা যোগ্য হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি প্রতিটি ছবিতে ইংরেজি সাবটাইটেল থাকতে হবে এবং প্রযোজনা প্রক্রিয়ার মূল নিয়ন্ত্রণ থাকতে হবে বাংলাদেশি পরিচালকের হাতে।

অস্কারের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রযুক্তিগত ও অন্যান্য যোগ্যতা নিশ্চিত করা বাধ্যতামূলক। অংশ নিতে আগ্রহী প্রযোজকদের পূর্ণাঙ্গ আবেদনপত্র, মুক্তির তারিখ ও প্রদর্শনের প্রমাণপত্র, দুটি ডিভিডি/ব্লু-রে কপি বা নিরাপদ ডিজিটাল লিঙ্ক, প্রেস কিট, গল্পের সংক্ষেপ ও প্রধান কলাকুশলীর নাম জমা দিতে হবে।

চলচ্চিত্র জমা দেওয়ার ঠিকানা নির্ধারণ করা হয়েছে বিএফএফএস কার্যালয়ে প্ল্যানার্স টাওয়ার, ৩য় তলা, ১৩/এ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা ১০০০।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত ৯৮তম অস্কার অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৬ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে আয়োজিত এই আসরে ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

এসকে//