ক্যাম্পাস

ডাকসু নির্বাচন: বিপুল ভোটে জয়ী হলেন সেই তন্বী

ছবি: সংগৃহীত ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্বী। স্বতন্ত্র প্রার্থী তন্বী পেয়েছেন ১১ হাজার ৭৭৭ ভোট।  বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

ডাকসুর সম্পাদকীয় শীর্ষ তিন পদে শিবির সমর্থিতদের জয় হয়েছে। সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান ৫ হাজার ৭০৮ ভোট পেয়েছেন। 

সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। 

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ ৫ হাজার ৬৪ ভোট মোট।  

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট গ্রহণ হয়। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদ এবং ১৮টি হল সংসদের প্রতিটিতে ১৩টি পদে ভোট হয়।  এমএ//

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা বিশ্ববিদ্যালয় #ডাকসু #ডাকসু নির্বাচন #ভোট