ক্যাম্পাস

জামায়াতের ভিসি শিবিরকে জেতাতে চান : ভিপি প্রার্থী আবিদ

ডাকসু ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, ‘জামায়াতের ভিসি শিবিরকে জেতানোর চেষ্টা করছেন। এই ক্যাম্পাসে স্বাধীনতা বিরোধীদের স্থান হবে না।নির্বাচনে  কারচুপির অভিযোগ এনে ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা  ৭টার পর তারা মিছিল নিয়ে টিএসসি ও রোকেয়া হল হয়ে সিনেট ভবনের দিকে যান। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা প্রশাসন ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

জানা যায়,  সন্ধ্যা ৬টা থেকে প্রায় এক ঘণ্টা টিএসসির ভোট গণনা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন আবিদসহ নেতাকর্মীরা। কিন্তু দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা তাদের ঢুকতে দেননি। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হয়ে সেখান থেকে বের হয়ে মিছিল করেন তারা।

তবে গণনার সময়ে শিবির প্রার্থী সাদিক কায়েম ভেতরে অবস্থান করছিলেন।

এর আগে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, অমর একুশে হলে গিয়েছি, সেখানে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কথা বলেছি। তারা বলেছেন, কারচুপি হয়েছে। এটা কোনোভাবেই আশা করিনি

এদিকে ঢাবি প্রশাসনের কাছে কারচুপিসহ ৩ অভিযোগ করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আবিদুল ইসলাম খান