কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। আহনাফ মুশফিকুর রহিমের বড় ভাইয়ের ছেলে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের সমিতিপাড়া সৈকতে তার লাশ ভেসে ওঠে। বিষয়টি নিশ্চিত করেছেন সী-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ।
এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন আহনাফ। এসময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়। তবে নিখোঁজ ছিলেন আহনাফ। ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও স্বেচ্ছাসেবীরা রাতভর খোঁজ চালিয়েও তাকে পায়নি।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, সকালে সমিতিপাড়া পয়েন্ট থেকে আহনাফের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আহনাফের পুরো নাম জুহায়ের আয়মান। তার বাবার নাম মো. শরিফুল ইসলাম। তিনি বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাটনার পাড়ার বাসিন্দা।
আই/এ