মিরপুর শেরে–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ জমে উঠেছে এক বিরল মুহূর্তের আবহ—বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম পা রাখলেন তার শততম টেস্টে। লাল–সবুজ জার্সির সবচেয়ে নিবেদিতপ্রাণ যোদ্ধাদের একজনকে ঘিরে পুরো স্টেডিয়াম যেন উৎসবমুখর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দিয়ে শুরু হলো সেই বিশেষ দিনের আনুষ্ঠানিকতা। টস জিতে ব্যাটিং নেয়ায় বাংলাদেশের ইনিংসের সূচনাতেই দর্শকরা দেখেছেন ইতিহাসের অংশ হয়ে ওঠার দৃশ্য।
প্রথম টেস্টে সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ও ১৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১–০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। তাই সিরিজ নিশ্চিত করার পাশাপাশি এই ম্যাচে আরও বড় লক্ষ্য—মুশফিকের শততম টেস্টকে স্মরণীয় এক জয় দিয়ে রাঙানো।
মিরপুরে মুশফিককে ঘিরে বিশেষ আয়োজন যেন এক আবেগময় সেতুবন্ধন। সতীর্থরা তাকে অভিবাদন জানাতে প্রস্তুত, আর গ্যালারির দর্শকরা অপেক্ষা করছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই বিরল অর্জনকে সরাসরি দেখার জন্য। দুই দশক ধরে জাতীয় দলের ভরসাস্থল হয়ে থাকা মুশফিকের এই মাইলফলক লাল–সবুজ ক্রিকেটকে নিয়ে গেল এক নতুন অধ্যায়ে।

দ্বিতীয় টেস্টে একাদশেও এসেছে পরিবর্তন। প্রথম ম্যাচে খেলা হাসান মাহমুদ ও নাহিদ রানার জায়গায় দলে ফিরেছেন ইবাদত হোসেন এবং খালেদ আহমেদ। নতুন সমন্বয়ে মিরপুরের উইকেটে বাংলাদেশের লক্ষ্য স্পষ্ট—সিরিজ ২–০ ব্যবধানে শেষ করা এবং নিজেদের টেস্ট শক্তিমত্তায় নতুন বার্তা দেওয়া।
এ ঐতিহাসিক দিনে মুশফিকুর রহিমের শততম টেস্ট শুধু একজন ক্রিকেটারের ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের গর্ব, আবেগ এবং আনন্দের সম্মিলিত প্রতিধ্বনি। টাইগারদের আশা—এই ম্যাচ হবে জয়গাথায় মোড়া আরেকটি মাইলফলক।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ:
অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), স্টিফেন ডোহেনি, অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্ডান নিল, ম্যাথু হামফ্রেস, গ্যাভিন হোয়ে।
এসি//