খেলাধুলা

শততম টেস্টে সেঞ্চুরি, ইতিহাসের পাতায় মুশফিক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় দিন মুশফিকুর রহিমের জন্য বিশেষই হয়ে উঠেছে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নামার পর সেই ম্যাচেই দারুণ এক সেঞ্চুরি তুলে ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন তিনি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন বাংলাদেশ সংগ্রহ করেছে ৫ উইকেটে ৬৫১ রান। এর মধ্যে মুশফিক তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের ১৩তম টেস্ট শতক।

বিশ্ব টেস্ট ক্রিকেটে এর আগে মাত্র ১১ জন ব্যাটার তাদের শততম টেস্টে সেঞ্চুরি করার বিরল আনন্দ পেয়েছেন। এই তালিকায় নতুন নাম যোগ করলেন মুশফিক। এর আগে ২০২২ সালে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার শততম টেস্টে ২০০ রানের চোখজুড়ানো ইনিংস খেলেছিলেন। আর একই টেস্টে দুই ইনিংসেই শতক হাঁকানো একমাত্র ক্রিকেটার রিকি পন্টিং, যিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই অসাধারণ কীর্তি গড়েন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #টেস্ট #মুশফিক